প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে এই নিয়ে তৃতীয় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। টেট পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট কারচুপির অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে এর তদন্তের জন্য আজ রাত আটটার মধ্যে অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেন তিনি। তদন্তে অসহযোগিতা করলে মানিক ভট্টচার্যকে হেফাজতে নিয়েও জেরা করতে পারবে সিবিআই। তবে সুপ্রীম কোর্ট বলেছে, আগামীকাল পর্যন্ত মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা যাবে না কিন্তু সিবিআইয়ের দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে তাঁকে।
SSC দুর্নীতি কান্ডে তৃতীয় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
মঙ্গলবার,২৭/০৯/২০২২
907