দূর্গা পুজোর ঠিক প্রাক্কালে নতুন পোশাক পেয়ে বেজায় খুশি ওরা। আর সকলে যেমন নতুন পোশাক পড়ে ঠাকুর দেখতে যাবে ওরাও নতুন পোশাক পরে এক পুজো থেকে আর এক পুজোয় ঘুরে বেড়াবে, হই হুল্লোড় করবে। টুম্পা নাথ ,জয় সৎপথি, পায়েল দে কলকাতা থেকে ছুটে এসেছিলেন নতুন পোশাক নিয়ে। তাঁতিগাছি প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন এর অবৈতনিক কোচিং সেন্টারের পড়ুয়াদের হাতে তারা তুলে দেয় পুজোর নতুন পোশাক। নদিয়ার চাকদা ব্লকের শিমুরালি তাঁতিগাছি গ্রামে সাংবাদিক বিধান ঘোষ, বিকাশ ঘোষ, নবজিত বিশ্বাস সহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে দুস্থ দরিদ্র ঘরের পড়ুয়াদের জন্য অবৈতনিক এই কোচিং সেন্টার পরিচালনা করছে। প্রতি রবিবার এই পড়ুয়াদের মাংস ভাতের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সারা বছর ধরে নানান শিক্ষাসামগ্রী দেওয়া হয় তাদের। এই পড়ুয়াদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন টুম্পা, জয় ,পায়েলরা। এদিন নতুন পোশাক দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের নিয়ে মজার সব খেলা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সফল পড়ুয়াদের হাতে তুলে দেন আকর্ষণীয় পুরস্কার।কোনরকম প্রচার নয় , শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়েই তাদের এই উদ্যোগ। তাঁরা জানান , এবার দুর্গা পুজোর দশমী পর্যন্ত এই ভাবেই তারা কোন না কোন গ্রামে পৌঁছে যাবে। দুর্গাপুজোর আনন্দ যে সবার জন্য। সেই আনন্দ থেকে কেউ যেন বাদ না পড়ে সেটাই লক্ষ্য ওঁদের।
Frido Dual Gel Heavy Duty Trimmable Insoles, For Loose Shoes or Replacing Existing Insoles, Thick Shoe Inserts, Extra Comfort and Support, Proudly Made in India, (Size 8-13 UK) - Pack of 1 Pair
₹581.00 (as of বুধবার,১২/০২/২০২৫ ১৫:২৩ GMT +05:30 - More info)ShineXPro Microfiber Car Cleaning Cloth - OG Soft 500 GSM Extra Large (35x75 CM) Microfiber Cloth for Car and Bike - Suede Edging for Scratchless Drying and Detailing (Pack of 2, Grey)
₹499.00 (as of বুধবার,১২/০২/২০২৫ ১৫:২৩ GMT +05:30 - More info)Casio Stainless Steel Men Vintage Digital Grey Dial Unisex A-158Wa-1Q (D011), Band Color-Silver
Now retrieving the price.
(as of বুধবার,১২/০২/২০২৫ ১৫:২৩ GMT +05:30 - More info)