ভারত সেবাশ্রমের উদ্যোগে কালনাগিনী নদীতে তর্পন ও অকাল বোধন


রবিবার,২৫/০৯/২০২২
644

মহালয়ার পরম্পরা ঐতিহ্য মেনে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির পরিচালিত স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে এলাকাধীন গুন্ডাকাটায় কালনাগিনী নদীতে এলাকার মায়েদের উদ্যোগে এই অভিনব পিতৃ তর্পণের অনুষ্ঠানের আয়োজন করে। এই অভীনব তর্পন দেখতে কালনাগিনী নদীর দুধারে হাজার হাজার মানুষের সমাগম হয়।এলাকার মহিলা ও ভক্তেরা তাদের পিতৃ পুরুষের আত্মার শান্তিতে তর্পণে অংশগ্রহণ করেন। মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র ছাত্রীরা নদীর ঘাটে দুর্গা সেজে মায়ের আগমনী বার্তা হিসাবে অকাল বোধনের আয়োজন করেন।তার আগে নাম সংকির্তনে গ্রাম প্রদক্ষিন করেন এলাকার মানুষ। সবার জন্য খিচুড়ী ভোগের ব্যবস্থা করা হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট