কুর্মি সমাজের আন্দোলনের প্রেক্ষিতে আজও বেশ কয়েকটি ট্রেন বাতিল


রবিবার,২৫/০৯/২০২২
792

কুর্মি সমাজের আন্দোলনের প্রেক্ষিতে আজও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে আছে আপ-ডাউন হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর গোমো এক্সপ্রেস, ধানবাদ-টাটানগর এক্সপ্রেস, আসানসোল টাটানগর এক্সপ্রেস, টাটানগর-দানাপুর এক্সপ্রেস ও তিতলাগড় হাওড়া এক্সপ্রেস।

বাতিল আপ ডাউন আদ্রা বড়কাকনা, আদ্রা পুরুলিয়া, আসানসোল রাঁচি,বোকারো স্টিল সিটি আসানসোল প্যাসেঞ্জার। বাতিলের তালিকায় আছে, আপ/ ডাউন খড়্গপুর টাটানগর, খড়্গপুর ঝাড়গ্রাম স্পেশাল, আপ/ ডাউন ধানবাদ ঝাড়গ্রাম- এক্সপ্রেস, হাওড়া ঘাটশিলা এক্সপ্রেস প্রভৃতি ট্রেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট