নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গোঙরা থেকে ৮২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা চারটি ঈগল পাখি উদ্ধার করেছে। বাংলাদেশ থেকে ভারতে এটি পাচার করা হচ্ছিল। পাচারকারীদের দেখে বিএসএফ ধাওয়া করলে তারা বাক্স ভর্তি পাখিগুলো ফেলে পালায়। বিএসএফ পরে উদ্ধার করে দেখে তার মধ্যে চারটি ঈগল পাখি রয়েছে। সেগুলিকে কৃষ্ণনগরের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
চারটি ঈগল পাখি উদ্ধার
রবিবার,১৮/০৯/২০২২
1224
![](https://www.banglaexpress.in/wp-content/uploads/2022/09/eagan.jpg)