পরিবহন ব্যবস্থা উন্নতিতে পুজোর আগেই শহরে বৈদ্যুতিন ই-ক্যাব পথে নামছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকেই একটি বেসরকারি সংস্থা ই-ক্যাব পথে নামবে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গতকাল জানিয়েছেন। এক হাজার ই-ক্যাব নামানোর পরিকল্পনা থাকলেও পুজোর আগে প্রাথমিক ভাবে দুশো ই-ক্যাব নামানো হবে বলে পরিবহন মন্ত্রী জানান। পুজো পরিক্রমা সম্পর্কে বিস্তারিত বিবরণ ও অনলাইন বুকিং এর জন্য www.wbtc.co.in অথবা www.wbtconline.in যোগাযোগ করা যাবে বলে তিনি জানান। এছাড়া রাজ্য পরিবহন দপ্তরের Esplanade ট্রাম ও বাস টার্মিনাস, হাওড়া, যাদবপুর ৮B, গড়িয়া ৬ নম্বর, বেহালা ১৪ নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, হাবড়া বাস ডিপো, শ্যামবাজার ট্রাম ডিপো পরিবহন ভবন থেকে বুকিং করা যাবে। ৮৯০২৪৯৫৬০৯/ ৯৪৩২০২২১৪৭,৮৬৯৭৭৩৩৩৯১/৮৬৯৭৭৩৩৩৯২, ৯৮৩০১৭৭০০০ এ যোগাযোগ করা যাবে।
পুজোর আগেই শহরে বৈদ্যুতিন ই-ক্যাব পথে নামছে
শুক্রবার,১৬/০৯/২০২২
580