বিক্রম কর্মকার, ত্রিপুরা: প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল আগরতলা শহরের রাজপথে । বুধবার ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলা শহরের রাজপথে প্রচন্ড বৃষ্টির মধ্যে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব,ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি পান্না দেব সহ অন্যান্যরা। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন,কেন্দ্রীয় মোদি সরকার একটা নতুন রেকর্ড গঠন করেছে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১২০০ টাকা,পেট্রোল,ডিজেলের দাম ১০০ টাকার উপরে হয়েছে।যদি অবিলম্বে কেন্দ্রের মোদি সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি না কমায় তাহলে ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস আগামীদিনে সুবৃহৎ আন্দোলনে যাবার হুসিয়ারি দিয়েছেন।
প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল আগরতলা শহরের রাজপথে
বৃহস্পতিবার,১৫/০৯/২০২২
453