দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক দেশের মধ্যে সেরা চিড়িয়াখানার শিরোপা পেয়েছে। দেশের প্রায় দেড়শোটি চিড়িয়াখানার মধ্যে সেরার সম্মান পেয়েছে এই চিড়িয়াখানা। কলকাতার আলিপুর চিড়িয়াখানা পেয়েছে চতুর্থ স্থান।গত ১০ই সেপ্টেম্বর ওড়িশার ভুবনেশ্বরে দেশের সমস্ত চিড়িয়াখানা ও সাফারি পার্কের অধিকর্তাদের সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই তালিকা প্রকাশ করে। পদ্মজা নাইডু চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, গোরাল, হিমালয়ার টার, নীল হরিণের মতো প্রানী। দার্জিলিং চিড়িয়াখানা দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশি পর্যটকদের ঢল নামে।
পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক দেশের মধ্যে সেরা চিড়িয়াখানার শিরোপা
বৃহস্পতিবার,১৫/০৯/২০২২
752