আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে থেকে গতকাল বিএসএফ ৩৫ লক্ষ টাকারও বেশি মূল্যের গহনা উদ্ধার করেছে। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় চারজন মহিলাকে গেদে স্টেশনে BSF এর জওয়ান আটক করে। আটক হওয়া আল্পনা মুখার্জি ও পূজা দত্ত BSF’র জেরায় জানায়, ওই গহনাগুলি এদেশে মুন্নি চৌধুরী’কে হস্তান্তর করার কথা ছিল। উদ্ধার হওয়া গহনার মধ্যে রয়েছে ৮টি ব্রেসলেট, ৭টি চুরি, ৩টি আংটি। যার বাজার মূল্য ৩৫ লক্ষ টাকার’ও বেশি। উদ্ধার হওয়া গহনা ও আটক হওয়া ৫ মহিলাকে BSF’র পক্ষ থেকে বানপুর কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ ৩৫ লক্ষ টাকারও বেশি মূল্যের গহনা উদ্ধার
মঙ্গলবার,১৩/০৯/২০২২
673