নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ


মঙ্গলবার,১৩/০৯/২০২২
1433

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ, বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অবিলম্বে তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উপাচার্য পদে সোনালির পুনর্নিয়োগের ক্ষেত্রে আইন মানা হয়নি বলে অভিযোগ তুলে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। দীর্ঘদিন ধরে শুনানি চলার পর রায় স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ। মামলাকারীর অভিযোগ ছিল, রাজ্যপাল তথা আচার্যের অনুমতি না নিয়ে উপাচার্য নিয়োগ করেছিল উচ্চশিক্ষা দপ্তর। নিয়োগের ক্ষেত্রে কোনরকম আইন মানা হয়নি। আজ ডিভিশন বেঞ্চ এই মামলার রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন মেনে উপাচার্যের নিয়োগ করেনি রাজ্য সরকার। তাই এখন থেকে উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন না।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট