সঙ্গী ভেবে মাটির তৈরি ঘোড়ার সঙ্গে খেলাই মত্ত জীবিত ঘোড়া


মঙ্গলবার,১৩/০৯/২০২২
1011

সঙ্গী ভেবে মাটির তৈরি ঘোড়ার সঙ্গে খেলাই মত্ত জীবিত ঘোড়া। এমনি বিরল চিত্র দেখা গেল কাঁকসার কুমারটলীতে। তুরঙ্গম এই ঘোড়া দীর্ঘদিন ধরে সঙ্গীহীন হয়ে কাঁকসার এপার ওপার ঘুরে বেড়াই। শনিবার তার নজরে আসে একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। সঙ্গী ভেবে খেলা শুরু করে ঘন্টার পর ঘন্টা। সামনেই বিশ্বকর্মা পুজো সেজন্য ঘোড়া এবং হাতি তৈরি করে রেখেছিল কাঁকসার কুমারটুলির মৃৎশিল্পীরা। মাটির তৈরীর ঘোড়ার কাছেই দীর্ঘক্ষন ধরেই দাঁড়িয়ে থাকে জীবিত ঘোড়াটি। যা দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। বহু চেষ্টা করেও সেই জীবিত ঘোড়াটিকে বাগে আনতে পারেনি মৃৎশিল্পীরা। খেলতে খেলতে মাটির ঘোড়ার পা ভেঙে যায়। মৃৎশিল্পীরা জানাচ্ছেন এই জীবিত ঘোড়াটি দীর্ঘদিন ধরেই রয়েছে কাঁকসা এলাকাতে। মাটির ঘোড়া তৈরি করলেই এই জীবিত ঘোড়া পৌঁছে যাচ্ছে যখন তখন। সেজন্য তারা আর বড় ঘোড়া তৈরি করবে না বলে ঠিক করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট