১৭তম রাজ্য মহিলা কবাডি প্রতিযোগিতা আজ থেকে শুরু


শনিবার,১০/০৯/২০২২
671

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের ভগবানগোলা হাইস্কুল মাঠে ১৭তম রাজ্য ১৬টি জেলা নিয়ে মহিলা কবাডি প্রতিযোগিতার আজ উদ্বোধন হয়। উল্লেখ থাকে ১৬টি জেলার মধ্যে আছে, মুর্শিদাবাদ, নদীয়া, নর্থ চব্বিশ পরগনা,মধ্য কলকাতা, নর্থ কলকাতা, হুগলি, চন্দননগর, বাঁকুড়া, বীরভূম,মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, পুর্ব বর্ধমান ইত্যাদি। আজকে উদ্বোধনী খেলা হিসাবে, পুর্ব বর্ধমান বনাম হুগলি, মুর্শিদাবাদ বনাম দার্জিলিং এবং নর্থ চব্বিশ বনাম উত্তর দিনাজপুর ছটি দলের তিনটি টিম করে পনেরো মিনিট সময় ব্যবধানে খেলা সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলাশাসক শ্রী রাজষী মিএ এবং পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন রাজ্যসভার সদস্যা শ্রীমতি দোলা সেন।
উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, কমিটির চেয়ারম্যান তথা ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী,এস ডি ও সুদীপ ঘোষ, দুই নম্বর ব্লকের বিডিও পুলক কান্তি মজুমদার এবং বিডিও মহ ওয়ারশীদ খান, উত্তরবঙ্গ পরিবহনের ডাইরেক্টর চাঁদ মহম্মদ,আই সি শ্রী রজত দাস, ওসি শ্রী দীপক হালদার, এস আই হাসানুজ্জামান,ভাইস প্রেসিডেন্ট ঝর্না দাস, জগন্ময় চক্রবর্তী, সুরঞ্জন ভট্টাচার্য , আহসানুর রহমান, আবদুর রৌফ, আবু সাইম রিপন, প্রমুখ। খেলাটি ঘোষক হিসেবে ছিলেন মিহির গোস্বামী।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট