রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত পরবর্তী হাইকমিশনার হচ্ছেন অস্ট্রিয়ার ভোলকার টার্ক্। রাষ্ট্রসংঘের সাধারণ সচিব অ্যান্টোনিও গুতেরেস, সাধারণ সভার অনুমোদনের ভিত্তিতে টার্ক্ কে সংশ্লিষ্টে পদে নিযুক্ত করেছেন। বর্তমানে টার্ক্ রাষ্ট্রসংঘের এক্সিকিউটিভ অফিসের Under Secretary General জেনারেল হিসেবে আন্তর্জাতিক নীতিসমূহ নিয়ে কাজ করেছেন। এর আগে, তিনি জেনেভায় রাষ্ট্রসংঘের শরণার্থীদের নিরাপত্তা সংক্রান্ত বিভাগের সহকারী হাই-কমিশনার পদে কর্মরত ছিলেন।
রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত পরবর্তী হাইকমিশনার ভোলকার টার্ক্
শনিবার,১০/০৯/২০২২
1786