তিন দিনের সফরে বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ সৌদি আরব সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রী হিসেবে এটি’ই তাঁর সেদেশে প্রথম সফর। সফরকালে ডঃ জয়শঙ্কর সৌদি আরবের বিদেশ মন্ত্রী যুবরাজ Faisal bin Farhan Al Saud এর সঙ্গে যৌথ ভাবে রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত কমিটি PSSC’র মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধন করবেন। পরে দুই নেতা, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন।
তিন দিনের সফরে বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ সৌদি আরব
শনিবার,১০/০৯/২০২২
1823