ব্রিটেনের রাজা চার্লস, তাঁর জ্যেষ্ঠ পুত্র William ও পুত্রবধূ Kate কে ওয়েলস এর যুবরাজ ও যুব রানী হিসেবে ঘোষণা করেছেন। তাঁর মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর জাতির উদ্দেশে তাঁর প্রথম ভাষণে রাজা চার্লস বলেন William কে তাঁর উত্তরাধিকারী ঘোষণা করতে পেরে তিনি গর্ব অনুভব করছেন। ১৯৫৮ সাল থেকে রাজা চার্লস এই যুবরাজের পদে ছিলেন।
William ও পুত্রবধূ Kate কে ওয়েলস এর যুবরাজ ও যুব রানী হিসেবে ঘোষণা
শনিবার,১০/০৯/২০২২
1783