বাগুইআটির দুই কিশোর অতনু দে ও অভিষেক নস্কর খুন হওয়ার ১৬ দিন পর, সিআইডির আধিকারিকরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। সকালে কলকাতা–বাসন্তী লাগোয়া হাইওয়েতে ন্যাজাট, মীনাখাঁ সহ বিভিন্ন থানা থেকে হাইওয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারা। হারোয়ার কুলটি পাম্প হাউসের পাশে অভিষেকের দেহ যেখান থেকে উদ্ধার হয়, সেখান থেকে নমুনা সংগ্রহের পর ১২ জনের সিআইডি ও ফরেন্সিক দল ন্যাজাটের শিরিশ তলায় অতনুর মৃতদেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে মাটি, জল সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে। অত্যাধুনিক সরঞ্জামের সাহায্যে ঘটনাস্থল পরীক্ষা করা হয়।
বাগুইআটির দুই কিশোর খুন হওয়ার ১৬ দিন পর CID-র আধিকারিকরা আজ ঘটনাস্থলে
বৃহস্পতিবার,০৮/০৯/২০২২
828