প্রায় তিন বছর পর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ফের শতরান করলেন। দুবাইয়ে আজ এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে কোহলি ১২২ রানে অপরাজিত থাকেন।আন্তর্জাতিক টি – টোয়েন্টি ক্রিকেটে এটাই কোহলির প্রথম শতরান। মোট ৭১টি শতরানের মালিক কোহলি কলকাতার ইডেনে ২০১৯-এর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে শেষ আন্তর্জাতিক শতরানটি করেছিলেন।আজ প্রথমে ব্যাট করে ভারত দু উইকেটে ২১২ রান করেছে।কে এল রাহুল ৬২ রান করেন।
প্রায় তিন বছর পর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে শতরান
বৃহস্পতিবার,০৮/০৯/২০২২
402