দুর্গাপুজো তার প্যাশন। কিভাবে বনেদী বাড়ির ঐতিহ্যমন্ডিত দুর্গোপুজো ছড়িয়ে পড়ল সারা শহর জুড়ে — সেই নিয়ে গবেষণা করেছেন প্রেসিডেন্সির এই প্রাক্তনী। টাইমস অফ ইণ্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারেও জানিয়েছেন, তাই সেই আন্তরিক আকর্ষণের কথা। অবশেষে ২০১৫ সালে প্রকাশিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর গ্রন্থ : “In the Name of the Goddess: The Durga Pujas of Contemporary Kolkata”
ইউনেস্কোর যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে কলকাতার দুর্গাপুজো তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কলকাতার সেন্টার ফর স্টাডিস ইন সোশাল সায়েন্সের ভূতপূর্ব অধিকর্ত্রী।
তিনি তপতী গুহঠাকুরতা। কলকাতার দুর্গাপুজো যাতে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে তার জন্য কাজ করেছিলেন ফিল্ড এক্সপার্ট হিসাবে। ২০১৮ এর সেপ্টেম্বর থেকে ২০১৯ এর মার্চ পর্যন্ত নিরলস পরিশ্রমে তৈরী ডসিয়ারে তুলে ধরেন দুর্গাপুজোর নানা দিক। তারই সেই অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হল কলকাতার দুর্গোৎসবের বিশ্বমঞ্চে সমাদৃত হওয়া। তার এই ঐকান্তিক প্রচেষ্টা এবং তজ্জনিত সাফল্যের জন্য তিনি বাঙালির মননে চিরকাল শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবেন। তার দীর্ঘজীবন কামনা করি।
দুর্গোপুজো : ইউনেস্কোর যে আন্তর্জাতিক স্বীকৃতি ও তপতী গুহঠাকুরতা
মঙ্গলবার,০৬/০৯/২০২২
1005