টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীকে ২৩ দিনের মধ্যে চাকরি দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ


মঙ্গলবার,০৬/০৯/২০২২
550

কলকাতা হাইকোর্ট, বঞ্চিত ২৩ জন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীকে ২৩ দিনের মধ্যে চাকরি দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে শূন্যপদ তৈরি করে ওই ২৩ জনকে চাকরি দিতে হবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যেই তাদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্নপত্রের ৬টি প্রশ্ন ভুল থাকায় টেট পাস করতে পারেননি ২৩ জন পরীক্ষার্থী। এ নিয়ে কলকাতা হাইকোর্টে তাঁরা মামলা করেছিলেন। আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই পরীক্ষার্থীদের বাড়তি ৬ নম্বর দিয়েছিল। এর ফলে তাঁরা টেট উত্তীর্ণ হন। কিন্তু এখনো পর্যন্ত চাকরি দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। পর্ষদ জানিয়েছিল, এই মুহূর্তে শূন্যপদ না থাকায় ২৩ জনকে নিয়োগ করা যাচ্ছে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট