একশো দিনের কাজ সংক্রান্ত অভাব-অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্যের সব জেলায় একজন করে ‘অম্বুড্স পারসন’ নিয়োগ করা হয়েছে। জিটিএ এলাকার জন্যও এ ধরণের একজনকে নিয়োগ করার কথা পঞ্চায়েত দফতরের তরফে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও মোবাইল নম্বর গ্রামোন্নয়ন দফতরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। জেলায় জেলায় সঠিক নিয়ম মেনে একশ দিনের প্রকল্পের কাজ হচ্ছে কিনা তা ওই আধিকারিকেরা দেখাশোনা করবেন। পাশাপাশি এই প্রকল্প সংক্রান্ত অভাব অভিযোগের তাঁরা নিষ্পত্তি করবেন।
রাজ্যের সব জেলায় একজন করে ‘অম্বুড্স পারসন’ নিয়োগ
মঙ্গলবার,০৬/০৯/২০২২
500