শিক্ষক দিবস’-এ পশ্চিম মেদিনীপুরে শিক্ষক এবং শিক্ষিকা মিলিয়ে মোট তিন জন রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কারে সম্মানিত হয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের অধ্যাপক দেবিদাস ঘোষ ও এই বিশ্ববিদ্যালয়েরই নৃতত্ব বিভাগের অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায় এবং শালবনী হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা আলপনা দেবনাথ চলতি বছরে রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন। এদিন জেলা শাসকের কার্যালয়ে জেলাশাসক আয়েশা রানী এ, জেলা আরক্ষাধ্যক্ষ দীনেশ কুমার এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু এই তিনজনের হাতে রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান তুলে দিয়েছেন।
পশ্চিম মেদিনীপুরে তিন জন রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কারে সম্মানিত
সোমবার,০৫/০৯/২০২২
376