উপ নির্বাচনে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে : সুকান্ত মজুমদার


রবিবার,২১/০৮/২০২২
913

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির সদর দপ্তর কলকাতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উপ নির্বাচনে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে এখনই আমার কথা হল দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের সাথে তাকে বলেছি সমস্ত এজেন্টদেরকে নিয়ে গিয়ে SDO অফিসে ধরনায় বসতে এজেন্টের ঘাড় ধাক্কা দিয়ে পুলিশ ওগুন্ডারা বার করে দিয়েছে নির্বাচন হচ্ছে না নির্বাচনের নামে প্রহসান হচ্ছে
কলকাতা ২৮ নম্বর ওয়ার্ডের পোস্টার পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে পুরাতন ভিত্তি নতুন ভবিষ্যৎ ইস্যুতে তিনি বলেন মূলের ভেতরে তৃণমূলের ভেতরে অন্তরদন্ধ চলছে ভেতরে কর্মীদের মধ্যে আর দেখানোর চেষ্টা করা হচ্ছে পিসি ও ভাইপোর মধ্যে বিরোধ চলছে আসলে বিরোধ নেই সবাই এক হয়ে আছে

আগামী ৭ই সেপ্টেম্বর রাজ্য বিজেপির নবান্ন অভিযান নিয়ে এখনো পর্যন্ত আলাদা কোন সিদ্ধান্ত হয়নি আগের যে সিদ্ধান্ত আছে সেই আছে আগামীকাল আমরা একটা বৈঠকে বসব সেই বৈঠকের পর যদি কোন পরিবর্তন হয় তাহলে জানিয়ে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চোর ধরা জেল ভরো এবং কোথাও টাকা তছরূপ হয়ে থাকলে তাদেরকে গ্রেফতার করতে হবে
ঠক বাঁচতে গা উজার ,এমন কোন তৃণমূল পঞ্চায়েত প্রধান নেই এমন কোন তৃণমূল পঞ্চায়েত সদস্য নেই যে চুরি করেনি, প্রত্যেকে চুরি করেছে সার্টিফাইড চোর আইএসআই মার্কযুক্ত তৃণমূলের জোড়া ফুল ছাপ যুক্ত চোর।
শালিমার জিআরপিতে দুজন খুনের আসামি লোকাল ভেঙ্গে পালিয়ে যাওয়ায় শুধু তিনি বলেন প্রশাসনের ব্যর্থতা প্রশাসন এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেবে আমি আশা করছি।
অনুব্রত মণ্ডলের রাইস মিলের পর পেট্রোল পাম্প দখল করে নেওয়া আরো অনেক কিছু বেরোবে এ তো সবে কলির সন্ধ্যা অপেক্ষা করুন কয়েক হাজার কোটি টাকার মালিক বেনামে অনুব্রত মণ্ডল আমাদের কাছে যা খবর আছে এবং মলয় সিটের সাথে তার কি সম্পর্ক তা নিয়ে আমাদের আইনজীবী তরুণজীবী তেহারী মামলাও করেছে আইটিআই কলেজ নেই সেখানে কোন ইনফ্রাস্ট্রাকচার নেই দেখিয়েছে তারা কাগজ কলমে এলএনটি কোম্পানির সাথে মৌ আছে এল এন টি কোম্পানি বলছে কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি।
সৌগত রায় গতকাল বলেছেন আপনি যেখানেই যাবেন বিক্ষোভ দেখাবেন প্রসঙ্গে তিনি বলেন নিদান কেউ শোনে নাকি পার্টিতে উনি মামলা করুন বা হামলা করুন দুটোই সামলানোর ক্ষমতা আমার আছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট