দ্বিতীয় হুগলী সেতুতে পথ দুর্ঘটনা, যাত্রীবোঝাই বিহারগামী বাসের ধাক্কা স্কুটিতে। মৃত এক আরোহী। গুরুতর জখম অন্যজন।
কলকাতা থেকে স্কুটি করে হাওড়া আসার পথে বাসের ধাক্কা স্কুটিতে। কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসার টোল প্লাজার কিছুটা আগে ঘটে এই দুর্ঘটনা।স্কুটিতে ছিলেন দুই আরোহী।ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বিহারগামী বেসরকারি বাসটি যাত্রী নিয়ে কলকাতা থেকে বিহার যাচ্ছিল।ধাক্কা মারার পর বাস নিয়ে চালক পালিয়ে যাবার চেষ্টা করে।কোনা এক্সপ্রেসওয়ে থেকে বাসটি আটক করে ট্রাফিক পুলিশ।
দ্বিতীয় হুগলী সেতুতে পথ দুর্ঘটনা
শুক্রবার,১৯/০৮/২০২২
1373