বিল্লেশ্বর গ্রাম থেকে স্কুল,কলেজ,বাজারহাট চলাচলের একমাত্র রাস্তা হল কাটোয়া মহাকুমার কেতুগ্রামের অজয় নদের বাঁধ । বাঁধের উপর মাটির রাস্তাটি । এদিকে দু’দিন ধরে চলা বর্ষার বৃষ্টিপাতের ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে গেছে । তাই অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবিতে 4 আগস্ট সকাল থেকে কেতুগ্রামের চরখী বাসস্ট্যান্ডে সড়কপথ অবরোধ করে ছিল স্কুলের বহু ছাত্রছাত্রী ।তাদের সঙ্গে যোগ দেয় বেশ কিছু গ্রামবাসী । অবরোধের জেরে কাটোয়া বোলপুর ও কাটোয়া পথে যান চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে যায় । খবর পেয়ে অবরোধস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ।
কেতুগ্রাম ২ বিডিও এসে রাস্তা মেরামতির কাজ শুরু করার আশ্বাস দিলে প্রায় ৩ ঘন্টা পর অবরোধ ওঠে তাই প্রশাসনের কথা মতো কাজ শুরু হল প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে প্রশাসন সেটাই প্রমাণ করলো আবারও কেতুগ্রাম ২ নম্বর ব্লকের প্রশাসন পাশাপাশি বিল্লেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক জানান দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ হয়ে পড়েছিল প্রশাসনের আশ্বাসমতো কাজ শুরু হয়েছে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের ও শিক্ষকদের আর আসতে অসুবিধা না হবে না বলে মনে করছেন ছাত্র-ছাত্রী ও ইস্কুলের শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি বাংলা জাগো নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক এদিন কেতুগ্রাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিকাশ কুমার মজুমদার জানান প্রশাসন কথা দিয়ে কথা রাখে সেই মতই কাজ শুরু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্র-ছাত্রীদের সব সময় পাশে থেকে এসেছে ব্লক সভাপতি এমনই কথা জানালো