আজ ভোট হলে কাল ক্ষমতায় আসবে বিজেপি : মিঠুন চক্রবর্তী


বৃহস্পতিবার,২৮/০৭/২০২২
985

আজ ভোট হলে কাল ক্ষমতায় আসবে বিজেপি| রাজ্যসফরে এসে এমনই মন্তব্য করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী| ইতিমধ্যেই আটত্রিশ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করে ফেলেছে যার মধ্যে একুশজন তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে| পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে বুধবার এমনই মন্তব্য করলেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী| রাজ্যের বর্তমান পরিস্থিতি পর্বে এখনও পর্যন্ত কোনো বুদ্ধিযিবী পথে নামেননি, তিনি বলেন তিনি নিজেই একজন সাধারণ মানুষ তাই তিনি কোনো বুদ্ধিযীবি প্রসঙ্গে কোনো কথাই বলবেন না| কিন্তু যে অবস্থা সমগ্র রাজ্যের তাতে এখন যে শুধু সময়ের অপেক্ষা পট পরিবর্তনের সেটা এদিন পরিসকার করে বুঝিয়ে দিয়েছেন তিনি| আর এই নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজ্যনীতিতে| দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলেই কান পাতলেই কানাঘুশো শোনা যাচ্ছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অনেকেই যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে,বুধবার সেই আলোচনাতেই রীতিমতো আরও ঘি ঢেলে উস্কে দিল জল্পনা| অন্যদিকে এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেছেন আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে কোনোমতেই ক্ষমতায় আসবেনা বিজেপি আর তার উত্তরেই অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন কে ক্ষমতায় আসবে সেটা দেখতে থাকুন| এই মূহুর্তে দেশের সাতাশটি রাজ্যের মধ্যে আঠারোটিতে ক্ষমতায় আছে বিজেপি আর চারটি রাজ্য হামাগুড়ি দিচ্ছে| যেখানে রাজ্যের শাসকদলের আটত্রিশ জন বিজেপির সঙ্গে ইতিমধ্যেি যোগাযোগ করে দলে আসার সব কাজ সেরে ফেলেছেন| তাহলে কী এখন শুধু সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের,এটাই এখন সবথেকে বড় প্রশ্ন|

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট