কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুদিনের সফরে গতকাল কলকাতায় এসেছেন। কলকাতায় পৌঁছে তিনি চৌরঙ্গীতে সুবর্ণবণিক সমাজ হলে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন। এরপর ক্রিস্টোফার রোডে এক সাফাইকর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন। মধ্যাহ্ন ভোজের পর শিয়ালদা মেট্রো স্টেশনপরিদর্শন ও সাংবাদিক বৈঠকে যোগ দেন। সেখান থেকে সল্টলেকে খড়গপুর আইআইটির দ্বিতীয় ক্যাম্পাসে এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। এরপর বিজেপির সদর কার্যালয়ে শিক্ষক সেলের সঙ্গে এবং বিকেলে সন্তোষ মিত্র স্কোয়্যারে নতুন ভোটদাতাদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় পুনরায় সুবর্ণ বণিক সমাজ হলে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন। আজও তার বেশ কিছু কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুদিনের সফরে গতকাল কলকাতায়
রবিবার,২৪/০৭/২০২২
645