রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ দেশের রাজনৈতিক দলগুলিকে সংকীর্ণ মানসিকতার উর্দ্ধে উঠে দেশ গঠনের সঙ্গে নিয়োজিত হবার আর্জি জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশের মানুষের কল্যাণে ‘জাতি সবার আগে’ চেতনা নিয়ে কাজ করতে বলেছেন। সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে শ্রী কোভিন্দ বলেন, সমগ্র জাতিকে একটি পরিবার হিসেবে কল্পনা করলে সেখানে মাঝে মাঝে মতপার্থক্য দেখা দিতে বাধ্য। সৌহার্দের পরিবেশে শান্তিপূর্ণভাবে এই ধরণের মতপার্থক্য, আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার ওপর তিনি জোর দেন ।
সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে শ্রী কোভিন্দ
রবিবার,২৪/০৭/২০২২
236