আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের নদীয়ার গোংড়ায় বিপুল পরিমাণে বাংলাদেশী টাকা উদ্ধার করেছে BSF। ৮২ নম্বর ব্যাটেলিয়ান জোয়ানরা অভিরুল মোল্লা নামে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ টাকার হদিশ পায়। বাংলাদেশী কারেন্সিতে ওই টাকার পরিমাণ ৩৭ লক্ষ টাকারও বেশি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ লক্ষ ৫২ হাজার টাকার মত। ধৃত ওই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থার জন্য আজ চাপড়া থানায় হস্তান্তর করেছে BSF। ধৃত ব্যক্তি বিএসএফের কাছে কবুল করেছে সে সম্প্রতি পাচারের কাজে যুক্ত ছিল।
বিপুল পরিমাণে বাংলাদেশী টাকা উদ্ধার করেছে BSF
শুক্রবার,২২/০৭/২০২২
1518