বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় এবং বাজারে যোগান বৃদ্ধি পাওয়ার ফলে দেশে টমাটোর খুচরো দাম গত একমাসে ২৯ শতাংশ কমেছে। পেঁয়াজের খুচরো দামও মোটের ওপর নিয়ন্ত্রণে। গত বছরের তুলনায় এই দাম ৯ শতাংশ কম। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, পেঁয়াজ এবং টমেটোর দাম কমাতে সাহায্য করেছে। চলতি বছরে আড়াই লক্ষ টন পেঁয়াজের মজুত ভান্ডার তৈরি করেছে সরকার, যা এযাবত্ সবচেয়ে বেশি। এরফলে ৩১৭ লক্ষ টনের বেশি রেকর্ড উত্পাদন সত্ত্বেও এবছর বাজারে পেঁয়াজের দাম পড়ে যাওয়া আটকানো সম্ভব হয়েছে।
টমাটোর খুচরো দাম গত একমাসে ২৯ শতাংশ
বুধবার,২০/০৭/২০২২
3025