নুপুর শর্মাকে আপাতত গ্রেপ্তার করা যাবে না: সুপ্রিম কোর্ট


বুধবার,২০/০৭/২০২২
324

পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য বিজেপি-র প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মাকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। সুপ্রিম কোর্ট গতকাল এক নির্দেশে, ১০ ই আগস্ট পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁর এই অন্তর্বর্তী রক্ষাকবচ মঞ্জুর করেছে। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে নতুন করে কোনো মামলা রুজু করা যাবেনা। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তারি থেকে সুরক্ষা চেয়ে বিজেপি-র এই সাসপেন্ডেড নেত্রী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তাঁর বিরুদ্ধে সব এফআইআর-কে এক জায়গায় এনে শুনানির জন্যেও নতুন করে আবেদন জানিয়েছেন তিনি। পয়লা জুলাই তাঁর এই আবেদন নামঞ্জুর ক’রে সর্বোচ্চ আদালত, টিভি চ্যানেলের বিতর্কে অংশ নিয়ে ঐ মন্তব্যের জন্য নুপুরকে তীব্র ভর্ত্সনা করেন। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, অসম ও দিল্লীকে নোটিশ পাঠিয়ে এব্যাপারে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট