কেন্দ্রীয় ভারি শিল্পমন্ত্রক, বৈদ্যুতিক যানবাহন উৎপাদন ও দ্রুত অধিগ্রহণ সংক্রান্ত প্রকল্প ফেম এর আওতায় ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬৮টি শহরে ২,৮৭৭টি চার্জিং স্টেশন গড়ে তোলার অনুমোদন দিয়েছে। পয়লা জুলাইয়ের হিসাব অনুযায়ী, ৫০টি চার্জিং স্টেশন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে ১৪১টি, পোর্টব্লেয়ারে ১০টি ও আসামে ২০টি চার্জিং স্টেশন গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রক ৯টি এক্সপ্রেসওয়ে ও ১৬টি মহাসড়কে ১,৫৭৬টি চার্জিং স্টেশন গড়ে তোলার অনুমোদন দিয়েছে। এর মধ্যে কলকাতা – গ্যাংটক মহাসড়কে ৭৬টি, কলকাতা – নাগপুর মহাসড়কে ১২০টি এবং কলকাতা – ভুবনেশ্বর মহাসড়কে ৪৪টি চার্জিং স্টেশন গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। পয়লা জানুয়ারির প্রাপ্ত হিসাব অনুযায়ী, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১,৫৩৬টি পেট্রোল পাম্পে বৈদ্যুতিক যানবাহন চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৭১টি, ত্রিপুরায় ৩টি ও আসামে ১৯টি পেট্রোল পাম্প রয়েছে।
পেট্রোল পাম্পে বৈদ্যুতিক যানবাহন চার্জ দেওয়ার ব্যবস্থা
বুধবার,২০/০৭/২০২২
463