ডেউচা পাঁচামি কয়লা খনি এলাকায় পরিদর্শনে বীরভূম জেলাশাসক ও বীরভূম জেলা পুলিশ সুপার গতকাল মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত ডেউচা পাঁচামি কয়লা খনি এলাকার কেন্দ্র পাহাড়ি এলাকায় যেখানে কয়লার গুণগত মান ও কত ফুট নিচে রয়েছে কয়লা তা দেখার জন্য বোরিং করা হয়, সেই জায়গা শুক্রবার স্বশরীরে পরিদর্শন করতে গেলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এবং বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি। এই এলাকার পরিদর্শনে যাওয়ার সময় এলাকার বাসিন্দারা প্রথমেই তাদের বরণ করে নেন এবং আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এরপর বীরভূম জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার গ্রামবাসীদের সঙ্গেই কয়লা উত্তোলনের কাজ দেখা শুরু করেন।
খনি এলাকায় পরিদর্শনে বীরভূম জেলাশাসক
শনিবার,১৬/০৭/২০২২
1780