আজ থেকে শহর কলকাতায় শুরু হয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধের বুস্টার ডোজ দেওয়ার কাজ। ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সীদের জন্য। পাশাপাশি ১৪ বছর থেকে ১৮ বছর বয়সীদের জন্য,, করবি ভ্যাক্স দেওয়ার কাজও শুরু করা হল এদিন। এদিন মোট 74 টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং 8 টি মেগা সেন্টার ও 17টি নতুন কেন্দ্র দেওয়া শুরু হয়েছে এই বুস্টার ডোজ দেওয়ার কাজ। মোট 116 টি সেন্টার থেকে দেওয়া হচ্ছে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ। আগামী ৭৫ দিনের জন্য বিনামূল্যে এই বুস্টার ডোজ দেওয়ার কাজ চলবে।
এদিন সকালে কলকাতার চেতলার মেয়রস ক্লিনিকে ভ্যাকসিন এর তৃতীয় ডোজ দেওয়ার চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়।করোনা সংক্রমনের হাত থেকে বাঁচতে ও জীবনের সুরক্ষার স্বার্থে,,, শহর কলকাতার যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত বুস্টার ডোজ নেননি, তাদের প্রত্যেকের কাছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবেদন জানিয়েছেন দ্রুত বুস্টার দজ নিয়ে নেওয়ার জন্য।