পাহাড়ে ফের অন্য মেজাজে মুখ্যমন্ত্রী


বৃহস্পতিবার,১৪/০৭/২০২২
525

পাহাড়ে ফের অন্য মেজাজে দেখা গেলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাহাড়ে এ বার মোমো বানাতে হাত লাগালেন মমতা। সকালে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন। তার পর তাঁদের সঙ্গে মোমো বানাতে বসে যান। সম্প্রতি ফুচকা বানিয়েও খাইয়েছেন কচিকাঁচাদের। কোলে তুলে হাতে তুলে দিয়েছেন চকোলেট এমনটা জানা গেছে।আজ সকালে পাহাড়ের রাস্তায় জনসংযোগে যান মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে যান। স্থানীয় বাসিন্দাদের ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে কথা বলেন ও খোঁজখবর নেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা। এর পর রুটি-বেলনা নিয়ে নিজেই বসে পড়েন মোমো বানাতে। লেচি কেটে কেটে, বেলে তুলে দেন এক মহিলার হাতে। তার পর পুর দিয়ে মুড়ে সেদ্ধ করার জন্য রাখতে থাকেন তাঁরা। মমতা নিজেও পুর দিয়ে মোমো মোড়েন।পাহাড় সফরে বার বার এমনই অন্য মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী আজও তার ব্যতিক্রম হলো না।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট