আগামী ১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। উল্লেখিত দিন থেকে পরবর্তী ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের সকলকেই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কথা জানানো হয়েছে। বিনামূল্যে বুস্টার ডোজ নিয়ে এমটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদ্যাপন উপলক্ষ্যেই বিনামূল্যে বুস্টার ডোজের কথা ঘোষণা করা হয়েছে। জেনে রাখা ভালো ইতিমধ্যেই দ্বিতীয় ডোজের সঙ্গে বুস্টার ডোজ নেওয়ার ব্যবধান কমানো হয়েছে। গত ৬ জুলাই জানানো হয়েছিল, করোনা প্রতিরোধে বুস্টার ডোজ প্রয়োগের নিয়ম পরিবর্তন করা হচ্ছে। করোনার বুস্টার ডোজ এবার নেওয়া যাবে ৬ মাসেই। দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান কমিয়ে এবার ৬ মাসেই বুস্টার ডোজ। বর্তমানে দ্বিতীয় ডোজের ৯ মাস পরে নেওয়া যায় বুস্টার ডোজ। প্রথমে বলা হয়েছিল, ১৮ থেকে ৫৯ বছর বয়সী সবাইকে এখন ৯ মাসে বুস্টার ডোজ দেওয়া হবে।
তবে এখন ৬ মাস পর বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানানো হয়েছে। টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন এর তরফে দ্বিতীয় এবং বুস্টার ডোজগুলির মধ্যে ব্যবধান কমানোর সুপারিশ করা হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছে পাটনায়। আগামীকাল হায়দরাবাদে পাঠানো হবে আড়াই লক্ষ ডোজ। স্বাস্থ্য সচিবের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে বিনামূল্য সকলকে প্রিকশনারি ডোজ দেওয়ার। জবাব মেলেনি কেন্দ্রের এমনটা খবর স্বাস্থ্য দফতর সূত্রে।