হাওড়া স্টেশন থেকে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দ্রুত পৌঁছে দিতে West Bengal Transport Corporation WBTC আজ ব্যাটারিচালিত ইলেকট্রিক বাস পরিষেবা চালু করে। এয়ারপোর্ট টার্মিনাল থেকে এই বাস পরিষেবার আজ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। দমদম বিমান বন্দর থেকে কৈখালী – উল্টো ডাঙ্গা – কাঁকুর গাছি – গিরিশ পার্ক – CR এভিনিউ – এসপ্লানেড- বিবিডি বাগ হয়ে হাওড়া স্টেশন পৌঁছাবে। ৪১ আসন বিশিষ্ট AC বাসের ভাড়া মাথা পিছু ১০০ টাকা। প্রাথমিকভাবে দুটি বাস চালানো হলেও চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে WBTC সূত্রের খবর।
হাওড়া স্টেশন থেকে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে বাস পরিষেবা
মঙ্গলবার,০৫/০৭/২০২২
2974