কমল গুহ, বারাসাত: চিকিৎসক দিবস উপলক্ষে শুক্রবার বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন বিড়ার এম আর হাসপাতালের কর্ণধার ডঃ জাহিদুল সরকার, বারাসাত পুরসভার স্বাস্থ্য ও শিক্ষা স্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলার ডাঃ বিবর্তন সাহা, বারাসাত হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল সহ বেশ কয়েকজন চিকিৎসক। এদিন ডঃ জাহিদুল সরকার জানান চিকিৎসা পরিষেবা নিয়েই সারা বছর মানুষের সেবা চালিয়ে যাচ্ছেন তাঁরা। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সকলকে চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধপরিকর তাঁদের এই হাসপাতাল। এদিন ডাঃ বিবর্তন সাহা জানান, ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষেই এদিন তারা বারাসাত জেলা হাসপাতালের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
চিকিৎসক দিবসে রোগীদের ফল বিতরণ হলো বারাসাত হাসপাতালে
শনিবার,০২/০৭/২০২২
934