উত্তরবঙ্গে অতিবৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী ৩০শে জুন পর্যন্ত হিমালয় সংলগ্ন পাঁচ’জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তার গণেশ দাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে। জুলাই এর শুরুতেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। এদিকে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ২ ডিগ্রি ওপরে ৩৪ দশমিক ৬ ডিগ্রি
অতিবৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর
মঙ্গলবার,২৮/০৬/২০২২
532