ভারতে মাথাপিছু আয়ের বৈষম্য, ২০১৬-১৭ আর্থিক বর্ষ থেকে উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। ভারতীয় স্টেট ব্যাঙ্ক SBI এর সাম্প্রতিক Ecowrap রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। SBI গোষ্ঠীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সৌম্য কান্তি ঘোষের নেতৃত্বে করা ঐ সমীক্ষায় আরও বলা হয়েছে কোভিড অতিমারির সময়েও দেশের বিপুল জনসংখ্যার মধ্যে এই আয়ের বৈষম্য খুব একটা দেখা যায়নি। ভারত খুব ভালোভাবেই অতিমারির ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছে। ২০১১-১২ আর্থিক বছরে যেখানে ভারতের দারিদ্র্যের হার ২১ দশমিক ৯ ছিল, ২০২০-২১ এ তা ১৭ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে ।
ভারতে মাথাপিছু আয়ের বৈষম্য
মঙ্গলবার,২৮/০৬/২০২২
555