বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি – র চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়। ইমেলের মাধ্যমে ইস্তফাপত্র পাঠালেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের এই হেভিওয়েট বিধায়ক। মুকুলের এই পদত্যাগের পিছনে শরীর খারাপের কথাই বলা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি PAC-র বৈঠকে উপস্থিত থাকতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের অনুপস্থিত গুরুত্বপূর্ণ এই কমিটির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছিলল। গত বছর জুনে মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয়। বিধানসভার সব কমিটির চেয়ারম্যানদের পদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়
মঙ্গলবার,২৮/০৬/২০২২
559