কলকাতার মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর আট তলার কার্নিশ থেকে পড়ে আহত সুজিত অধিকারী কিছুক্ষন আগে মারা গেছেন। জানা গেছে, তার বাড়ি সাউথ দমদমের নেহেরু কলোনীতে। ঐ ব্যক্তি স্নায়ুর সমস্যা নিয়ে দিন তিনেক আগে হাসাপাতেল ভর্তি হন। আজ সকালে হঠাত্ই আটতলার বারান্দার কার্নিশে নেমে লাফ দেওয়ার হুমকি দিতে থাকে । দমকল কর্মীরা হাইড্রলিক ল্যাডারের সাহায্যে তাকে নামিয়ে আনার চেষ্টা করেন। চিকিত্সকদের পাশাপাশি রোগীর আত্মীয়রাও দীর্ঘক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করেন। এরপর নীচে জাল পাতার আগেই হাত ফস্কে ঐ রোগী পড়ে যান।
আট তলার কার্নিশ থেকে পড়ে আহত সুজিত
রবিবার,২৬/০৬/২০২২
2212