কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর নিমেষেই তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। এই মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছিল বীরভূম জেলার দুবরাজপুরের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। পেশাগতভাবে ভুবন বাবু কিন্তু গায়ক ছিলেন না। তিনি ছিলেন কাঁচা বাদাম বিক্রেতা। স্বরচিত গান গেয়ে তিনি বাদাম বিক্রি করতেন। একসময় তার গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর থেকেই তিনি একজন সেলিব্রিটি। একের পর এক অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ডাক আসতে শুরু করে। তিনি এখন কলকাতা, দিল্লী, মুম্বই সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। নতুন নতুন গান রেকর্ড করছেন।
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে বাচ্চারাও যে পিছিয়ে নেই, তা বলাই বাহুল্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল ভুবন বাদ্যকরের নতুন গান ‘বাদাম বেচে খাই সেলিব্রিটি ভাই’ ভুবন বাদ্যকর