শ্রাবন্তী, যার ব্যাক্তিগত জীবন থেকে অভিনয় জীবন সবটাই ছক ভাঙ্গা। কেরিয়ারের প্রথম জীবন থেকে এখনও পর্যন্ত শ্রাবন্তী একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। একদিকে তার বয়স বেড়ে চলেছে, অন্যদিকে গ্ল্যামারে ফুলে ফেঁপে উঠছেন। পেয়েছেন কটাক্ষ, প্রশংসা। হয়েছে অভিজ্ঞতা। বেড়েছে কাজের ইচ্ছা। এই সব কিছুর মধ্যে থেকেও শ্রাবন্তী যখন একটা ছবি বা ভিডিও পোস্ট করেন, সেটাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর হাতে এখন অনেক কাজ। চলতি বছরে মুক্তি পেয়েছে দুটি ছবি, এক – ‘ভয় পেও না’ এবং ‘বিক্ষোভ’। আপাতত লন্ডনে রয়েছেন নতুন ছবির শ্যুটিং এর জন্য। ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায়ের সঙ্গে অভিনয় করছেন শ্রাবন্তী। সম্প্রতি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে পাওয়া গেল নতুন স্টাইলে। এমনিতেই অভিনেত্রী যথেষ্ট স্টাইলিশ। আজকাল ছবির পাশাপাশি ফটোশ্যুট করছেন চুটিয়ে। তবে, এই অবতারে অভিনেত্রীকে দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য।
অবতারে অভিনেত্রীকে দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য
রবিবার,১৯/০৬/২০২২
3435