অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের জেরে আজও পূর্ব-মধ্য রেলের বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে –ভাগলপুর-লোকমান্য তিলক, ভাগলপুর আনন্দ বিহার বিক্রমশিলা, কলকাতা – গোরক্ষপুর পূর্বাঞ্চল, গোড্ডা-রাঁচি, হাওড়া-রক্সৌল মিথিলা, যশিডি- পাটনা, শিয়ালদা-জয়নগর গঙ্গাসাগর, হাওড়া-গয়া, হাওড়া – যোগ নগরী হৃষিকেষ দুন, হাওড়া রাজেন্দ্রনগর, কলকাতা – সীতামাড়ি মিথিলাঞ্চল, হাওড়া-কাঠগোদাম বাঘ, হাওড়া-কালকা নেতাজী এবং হাওড়া-মোকামা এক্সপ্রেস ও শিয়ালদা – গোরক্ষপুর সামার স্পেশাল। বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের যাত্রার সময়সূচীর পরিবর্তন এবং যাত্রাপথ সংক্ষিপ্তও করতে হয়েছে।
আজও পূর্ব-মধ্য রেলের বেশকিছু ট্রেন বাতিল
রবিবার,১৯/০৬/২০২২
546