অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় বর্ষা এলো


শনিবার,১৮/০৬/২০২২
450

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা পা রাখলো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে আজ বর্ষার প্রবেশ ঘটেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, বীরভূমে বর্ষা ঢুকেছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের একাংশেও বর্ষা এসেছে। উত্তরবঙ্গে ঢোকার সময়ই মুর্শিদাবাদে বর্ষার আগমন হয়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও বর্ষার দাক্ষিণ্য পায়নি। জেনে রাখা দরকার ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই সূত্রের খবর। আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এ বছর নির্ধারিত সময়ের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকল। তবে নির্দিষ্ট সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট