আজ বিকেল সাড়ে চারটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ফুলতলা থেকে ৬টি বিরল তক্ষক সহ তিন জনকে গ্রেফতার করল বন দপ্তর। এদিন ক্যানিং- বারুইপুর রোড দিয়ে একটি বাইকে যাওয়ার সময় বনকর্মীরা ধরে ফেলে। এগুলি বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এরমধ্যে দুটি তক্ষক মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। ধৃত তিন জন আব্দুর রেজ্জাক লস্কর, গিয়াসউদ্দিন মণ্ডল ও রীনা লস্কর। এরা উস্তি ও কুলতলি থানা এলাকার বাসিন্দা।
৬টি বিরল তক্ষক সহ তিন জনকে গ্রেফতার
শুক্রবার,১৭/০৬/২০২২
1282