দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার জীবনমণ্ডল হাটে পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হয়েছে ছ’টি নতুন পাইপগান ও দু’টি মোবাইল ফোন। দুপুরে বারুইপুর পুলিশ জেলার এসওজি টিম বকুলতলা থানার অফিসারদের সাথে নিয়ে বিশেষ খবরের সূত্রে জীবনমণ্ডল হাটে হানা দেয়। হাতেনাতে ধরা পড়ে রাহুল নস্কর নামক এক স্থানীয় ব্যক্তি এবং তার হাতে থাকা নাইলন-এর ব্যাগ থেকে মেলে ছ’টি বেআইনী আগ্নেয়াস্ত্র। আগামীকাল তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে।
পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র ব্যবসায়ী
শুক্রবার,১৭/০৬/২০২২
817