কলকাতায় মিলল লাইভ পোলিও ভাইরাস


বৃহস্পতিবার,১৬/০৬/২০২২
423

কলকাতা শহরে পোলিওর জীবাণু মিললো। কলকাতা পুর এলাকার ১৫ নম্বর বোরোর মেটিয়াব্রুজ এলাকায় গত মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরদারির সময় মিলেছে লাইভ পোলিও ভাইরাস বা ভিডিপিভি টাইপ-১ এমনটাই কলকাতা শহরে পোলিওর জীবাণু এমনটা স্বাস্থ্যভবন সূত্রের খবর।এরপরই গোটা এলাকায় নজরদারি চালানো শুরু হয়েছে দফতরের তরফেবতবে এখনও পর্যন্ত কোনও পোলিও আক্রান্তের খোঁজ মেলেনি ওই এলাকায় এমনটা স্বাস্থ্যভবন সূত্রের খবর পাওয়া গেছে।জেনে রাখা দরকার সম্ভবত কোনও ‘ইমিউনো ডেফিসিট’ শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়েছিল। তার শরীরে গিয়েই মিউটেট করে ভাইরাসটি। তারপর খোলা জায়গায় মলমূত্র ত্যাগের ফলে ভাইরাসটি বাইরের পরিবেশে চলে আসে।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়বে কিনা, সেই আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে পোলিও রুখতে আরও সতর্ক হয়েছে স্বাস্থ্যভবন। পাশাপাশি সতর্ক রয়েছেপুরসভাও। পোলিওর জীবাণুর হদিশ পাওয়া নিয়ে চেয়ারম্যান রঞ্জিত শীল বলেন, “লকডাউনেরর আগে অর্থাৎ করোনাকালের আগে গার্ডেনরিচ এলাকায় সেই অর্থে পোলিও আক্রান্ত ছিল না। পাশাপাশি পোলিও টিকাকরণও ঠিকঠাক হচ্ছিল। কিন্তু করোনার সময় এবং লকডাউনে বিভিন্ন কারণবশত গার্ডেনরিচ এলাকায় সেই অর্থে পোলিও টিকাকরণ হয়নি। মানুষকে পোলিও নিয়ে সচেতন করা যায়নি। তাই হয়তো আবার পোলিও ভাইরাস পাওয়া গিয়েছে। যদিও ইতিমধ্যে কর্পোরেশনের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। পোলিও টিকাকরণের পরিমাণ বাড়ানো হচ্ছে।” আশ্বস্ত করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট