দক্ষিণী রাজ্যে চিকিৎসা করতে যাওয়ার প্রবণতায় লাগাম


রবিবার,১২/০৬/২০২২
450

স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অপ্রয়োজনে দক্ষিণী রাজ্যে চিকিৎসা করতে যাওয়ার প্রবণতায় লাগাম দিতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এবার থেকে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে যে চিকিৎসা অমিল,শুধুমাত্র তার জন্যই দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যাওয়া যাবে। তার জন্য রাজ্য সরকারের আগাম অনুমতি নেওয়াও বাধ্যতামূলক করা হচ্ছে।রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই স্বাস্থ্যসাথীর অনলাইন পোর্টালেই ভেলোর সংক্রান্ত এই নতুন নিয়মকানুন জানিয়ে দেওয়া হবে।ওই পোর্টালের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাভোগীরা ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজে চিকিৎসা করানোর জন্য আবেদন জানাতে পারবেন। স্বাস্থ্যদফতরের বিশেষজ্ঞরা সেই আবেদন খতিয়ে দেখবেন। যদি দেখা যায়, আবেদনের সারবত্তা আছে, সত্যিই পশ্চিমবঙ্গে সেই নির্দিষ্ট ধরনের চিকিৎসার পরিকাঠামো নেই, তবেই ভেলোরে চিকিৎসা করানোর অনুমতি মিলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট