বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে মালদা বিজেপি পুরাটুলি সদর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এই মিছিলে নেতৃত্ব দেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী। মিছিল ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। শুরু হয় পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। বাধ্য হয়ে পুলিশের লাঠিচার্জ শুরু হয় । সেই লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থকরা। আহত হন ইংরেজ বাজারের বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী সহ অন্যান্য মহিলা বিজেপি কর্মীরা। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে মালদা বিজেপির বিক্ষোভ
রবিবার,১২/০৬/২০২২
608